ভোলার দৌলতখান উপজেলার চরপতা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর মধ্যে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে দুই সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মেম্বার প্রার্থী নুরে আলমের কর্মী-সমর্থকরা জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেরানি বাজারে তারা একটি মিছিল বের করে। এসময় প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী সেলিমের কর্মীরা মেম্বার প্রার্থী নুরে আলমের মিছিলের উপর হামলা চালায়।
নুরে আলমের অভিযোগ হামলাকারীরা তাদের নির্বাচনী অফিস ও আসবাবপত্র এবং ৪টি মোটরসাইকেল ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে একটি বেসরকারি টিভির ভোলা জেলা প্রতিনিধি জসিম রানা ও সংবাদকর্মী নিরব আহত হন। এছাড়া সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তবে মেম্বার প্রার্থী সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের উপরে নুরে আলমের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছিল। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর দৌলতখান উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর