ভোলায় নতুন জাতের আমন ধান ব্রি হাইব্রিড-৬ কর্তন উপলক্ষে মাঠ দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চরমনসা সবুজ বাংলা কৃষি খামারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্স যুক্ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ।
ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সবুজ বাংলা কৃষি খামারের স্বত্বাধিকারী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা।
এবছর ভোলা জেলায় এ নতুন জাতের ধান পরীক্ষামূলক চাষ করা হয়। পরীক্ষামূলক এই ধান প্রতি হেক্টরে ৭.১৫ মেট্রিকটন উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বিডি প্রতিদিন/আবু জাফর