মাগুরা শালিখা উপজেলা পুকুরিয়া গ্রামে গরু চোর ধরতে গিয়ে সাজ্জাদ লস্কর (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে। নিহত সাজ্জাদ পুকুরিয়া গ্রামের সাহেব লস্করের ছেলে।
নিহতের ভাই সায়েদ লস্কর বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৬-৭ জন লোক তাদের বাড়িতে ঢুকে গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় সাজ্জাদ দেখতে পেয়ে দুইটি মোটরসাইকেলে কয়েকজন সঙ্গে নিয়ে চোরাই গরু নিয়ে যাওয়া ট্রাকটিকে ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর ট্রাকটি আসবা বরুইচারা এলাকায় পৌছলে এ সময় সাজ্জাদ মোটরসাইকেলে চেপেই চলন্ত ট্রাকটির গতিরোধ করার চেষ্টা করলে ট্রাকের চাকার নিচে পড়ে সাজ্জাদ নিহত হয়।
এ ঘটনায় মাগুরা সদর থানা ওসি অপারেশন আশরাফুল ইসলাম জানান, শালিখা উপজেলা পুকুরিয়া গ্রামে গরু চোরদের সাথে হাতাহাতিতে গরুর মালিক সাজ্জাদ লস্কার নামের যুবককে কুপিয়ে হত্যা করে গরু নিয়ে পালিয়ে গেছে। পরে স্থানীরা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়ছে। গরু চোরদের আটকের জন্য অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম