শরীয়তপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় শরীয়তপুরে চাঁদপুর মহাসড়কে মাকসার বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে রুদ্রকর ইউনিয়ের জনগণ।
এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হাবিবুর রহমান ঢালী আমাদের আওয়ামী লীগের প্রার্থীর ওপরে হামলা করে। তার চোখের অবস্থা খারাপ। তাদের প্রধান টার্গেট ছিল কিভাবে সিরাজুল ইসলাম ঢালীকে হত্যা করা যায়। তারা জানে না সিরাজুল ইসলাম জনগণের মনোনীত প্রার্থী। তার পাশে জনগণ আছে। আমরা এর সঠিক বিচার চাই।
বিডি প্রতিদিন/এএ