“নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও-মানুষের জীবন বাঁচাও”- এই শ্লোগানকে সামনে রেখে চাল, ডাল, ভোজ্য ও জ্বালানি তেল, গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে ‘ভুক্তভোগী জনসাধারণ দিনাজপুরের’ ব্যানারে মানববন্ধন হয়েছে। রবিবার দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে ভুক্তভোগী জনসাধারণ দিনাজপুর এর আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক রমহতুল্লাহ রহমত, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি রবিউল আউয়াল খোকা, জেলা জাসদ সভাপতি এ্যাড. লিয়াকত আলী, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, শিক্ষাবিদ শফিকুল ইসলাম, সাবেক মেয়র মো. সফিকুল হক ছুটু, দোলন চাঁপার প্রদীপ ঘোষ, আক্তার আজিজ, প্রমুখ।
এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ