এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে দাখিল ও কারিগরি বিভাগের ৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছেন। এর মধ্যে ৭০ জন দাখিল ও সাতজন ভোকেশনাল (কারিগরি বিভাগের)।
রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোরেলগঞ্জের ৬১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৪১৬ পরীক্ষার্থী প্রবেশপত্র গ্রহণ করে সকলেই উপস্থিত হয়েছেন।
ঢাকা বোর্ডের অধীনে ৬৩টি দাখিল মাদ্রাসা থেকে ১ হাজার ৫৪২ জন প্রবেশপত্র গ্রহণ করেন। এর মধ্যে অনুপস্থিত হয়েছেন ৭০ জন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, করোনা পরবর্তী প্রথম পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখানে ৭টি কেন্দ্রে প্রথম পরীক্ষায় দাখিল ও কারিগরি বিভাগের ৭৭ জনকে অনুপস্থিত পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এমআই