রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। রবিবার দুপুরে স্থানীয় জেলে নিরঞ্জন হালদারের জালে দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। বড় আকৃতির মাছটি ধরা পড়ায় স্থানীয় উৎসুক জনতা মাছটি দেখতে নদী তীরে ভিড় জমায়।
দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া বলেন, রবিবার স্থানীয় জেলে নিরঞ্জনের জালে মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে আসার পর নিলাম হয়। নিলামে অংশগ্রহণ করে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করা হয়েছে। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় পানি হ্রাস পাচ্ছে। যে কারণে পদ্মায় বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে জেলেরা লাভবান হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই