বাগেরহাট সদরে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শনিবার রাতে র্যাব সদস্যরা মিল্টন খান (৩৮) নামের এই মাদক বিক্রেতাকে আটক করে। তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও ২টি সিম কার্ডসহ ১টি মোবাইল উদ্ধার করে। আটক র্মিটন খান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের নুর মোহাম্মাদ খানের ছেলে।
র্যাব-৬ জানান, তাদের স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের বাগেরহাট সদরের অর্জুনবহর গ্রামের মিজান তালুকদারের মাছের ঘেরের সামনে থেকে আভিযান চালিয়ে মাদক বিক্রির জন্য অপেক্ষারত মিল্টন খানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও ২টি সিম কার্ডসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়। আটক মাদক বিক্রেতা মিল্টন খানের বিরুদ্ধে বাগেরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম