সিলেটের বিশ্বনাথে দাখিল পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালনের সময়ে সঙ্গে স্মার্টফোন রাখায় কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে থাকা চার শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে বিশ্বনাথ দারুল উলুম ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন- কামালবাজার ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক শাহ আলম, হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মো. হোসেন রজবী মুন্সি, আল-ইর্শ্বাদ লতিফিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মেজবাহুল ইসলাম, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী গ্রন্থাগারিক মো. রুহুল কুদ্দুছ।
সূত্র জানায়, দাখিল পরীক্ষা শুরুর আজ প্রথম দিনে ‘বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা’ কেন্দ্রে আজ প্রথম দিন কোরআন মাজিদ ও পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল। দুপুরে ওই কেন্দ্র পরিদর্শনে যান পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ।
এ সময় পরীক্ষার হলে স্মার্টফোন সাথে রাখা চার শিক্ষককে শনাক্ত করেন তিনি। পরে নির্দেশনা অনুযায়ী কেন্দ্র সচিব নোটিশের মাধ্যমে চার
শিক্ষককে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত দায়িত্ব থেকে স্থায়ী ভাবে অব্যাহতি দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, চার শিক্ষক পরীক্ষা হলে স্মার্টফোন
বহন করায় দায়িত্বরত কেন্দ্র সচিবকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করি। কেন্দ্র সচিব তাদের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে
স্থায়ী ভাবে অব্যাহতি প্রদান করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর