গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জন মারা গেছেন।
গাইবান্ধা সদরের দক্ষিণধানগড়া এলাকার আবুল হোসেনের পুত্র হামিদুল ইসলাম (৩৫) রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০ টার দিকে মারা যান। শনিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ তথ্য জানিয়েছেন রমেক হাসপাতালের সর্দাররুমের ইনচার্জ তাপস চন্দ্র।
এদিকে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, রমেক হাসপাতালে হামিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি শুনেছি। বল্লমঝাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় তিনি আহত হয়েছিলেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন