বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে বগুড়ায়। আইডিএফ-এর পক্ষ থেকে এ বছরের থিম হচ্ছে-“ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়”। সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিশ্ব ডায়াবেটিস দিবসের ফেস্টুন সম্বলিত বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বগুড়া ডায়াবেটিক সমিতির এডহক কমিটির আহ্বায়ক এ্যাড. মকবুল হোসেন মুকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মো: মাসুদুর রহমান মিলন, সদস্য শাহ মো: আখতারুজ্জামান ডিউক, সদস্য একেএম শামস উদ্দিন সিদ্দিকী, এবিএম জহুরুল হক বুলবুল, আব্দুল ওয়াহাব তারেক, আব্দুল্লাহেল কাফী-ছানা, একেএম ফজলুল হক রেন্টু, আব্দুল খালেক বাবলু, আনোয়ারুল ইসলাম বাচ্চু, শাহেদ জাবেদুর, মো: মিজানুর রহমান, হাসপাতালের এক্সিকিউটিভ ডাইরেক্টর লে: কর্নেল (অব:) ডা: সৈয়দ আবতহী, হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র্যালীটি বগুড়া ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
র্যালী শেষে ১০টায় বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের নবাববাড়ী ও মাটিডালী কেন্দ্রে একযোগে “বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়” ক্যাম্প শুরু হয়। এদিকে সকাল সাড়ে ১০টায় হাসপাতালের হলরুমে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম