দিনাজপুর সদরের পুলহাটের রুপন মোড়ের এক পুকুরের পানিতে ডুবে আলী হাসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় বেঁচে যায় তার ছোট বোন মিম আক্তার (২)।
সকাল সাড়ে ১১টায় উপজেলার আউলিয়াপুর ইউপির রুপন মোড় এলাকার শংকর অটোরাইস মিলের কাছে এ ঘটনা ঘটে। আলী হাসান একই এলাকার মোকলেসের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল থেকে বাড়ীর সামনে খেলা করছিল দুই ভাইবোন। একপর্যায় বাড়ির অদূরে থাকা পুকুরে আলী হাসান পড়ে গেলে, তার ছোট বোনও তাকে অনুসরণ করে পানিতে নামে। পরে মিলের শ্রমিক ও আশপাশের লোকজন দেখতে পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। এসময় ওই দুই ভাই-বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মিমের জ্ঞান ফেরানো গেলেও দায়িত্বরত চিকিৎসক আলী হাসানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদরের আউলিয়াপুর ইউপির ১নং ওয়ার্ড এর মেম্বার ইলিয়াশ আলী।
বিডি প্রতিদিন/এএম