তৃতীয় দফার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থী সোহরাব হোসেন পীর ও তার ছেলে হাবিব পীরের নেতৃত্বে হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ ১৫ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরের সদর উপজেলার চরাঞ্চলের বাংলাবাজার ইউনিয়নের কাকনের মার্কেট এলাকায় এই হমলার ঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র (আনারস) প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নান্নুসহ তার কর্মী নুর ইসলাম (৭০), বাবু (৫০), জহিরুল ইসলাম (৩৫), খালিল (৩৫), সাদেক মোল্লা (৫১), ওলিউল্লাহ মাঝি (৩৩), মহিউদ্দিন সরকার (৭০)সহ ১৫ জন আহত হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে সকালে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন নান্নুর চরবাংলাবাজার ও বেপারী কান্দি গ্রামের দুটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে নৌকা প্রার্থীর কর্মী সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সোহরাব হোসেন নান্নুর গণসংযোগ চলাকালে নৌকার শ্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা চালিয়ে মারধর করে নৌকা প্রতীকের কর্মী সর্মথকরা। এসময় নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন পীর উপস্থিত ছিলেন তার নেতৃত্বে এই হমলার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন