গোপালগঞ্জে শিক্ষার্থীদের করোনা থেকে ঝুঁকিমুক্ত করতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৮৫০ জন এইচএসসি পরীক্ষার্থীদের এ টিকা দেওয়া হচ্ছে। আজ রবিবার সকাল ৯ টায় সিভিল সার্জন অফিস ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধায়নে জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
এ সময় শেখ হাসিনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হুমায়রা আক্তার ও সিভিল সার্জন অফিসের ডা. সাকিবুর রহমান উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের তালিকা তৈরী করে ৮৫০ জন শিক্ষার্থীকে ফাইজারের করোনার টিকা দেয়া হচ্ছে। গোপালগঞ্জ সদর হাসপাতালের দু’জন নার্স এ টিকা প্রদান করছেন।
বিডি প্রতিদিন/হিমেল