নাটোরের সিংড়ায় ২০২১-২২ অর্থবৎসরে প্রণোদনার আওতায় ৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বোরো ধানের হাইব্রীড ও উফশী বীজ সহ ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
কৃষিবিদ মোঃ সেলিম রেজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, সিংড়া ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন