নাটোরের গুরুদাসপুর উপজেলায় মা মেম্বার নির্বাচিত হওয়ার খুশিতে মদ খেতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ছেলে। তার সাথে আরও এক যুবককে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, মা মেম্বার নির্বাচিত হওয়ার খুশিতে নাটোরের সিংড়া থেকে নৌকা নিয়ে পাশের উপজেলা গুরুদাসপুরে গিয়েছিলেন মদ কিনতে। পরে মদ নিয়ে বাড়ি ফেরার পথে থানা পুলিশের হাতে আটক হয়েছেন তিনি। এসময় তাদের কাছ থেকে ৭৫০ এমএলের একটি মদের বোতল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সিংড়ার চামারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিষমারী গ্রামের নবনির্বাচিত মহিলা মেম্বার আফরোজা বেগমের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ (২২) ও তার বন্ধু রফিকুল ইসলামের ছেলে সজিব হাসান (২০)।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, আটক দু’জনকে মাদক মামলায় নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই