মাগুরায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে ৮ নং জগদল ইউনিয়ন পরিষদ। আজ বৃহস্পতিবার বিকালে জগদল ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৮ নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম শিকদার। ৮ নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন,দেশে ইতিমধ্যে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। আমার ইউনিয়নে এ বছর ৪ শতাধিক কম্বল ক্ষুদ্র নৃতাত্তিক গোষ্ঠী, দুস্থ, অসহায়, ছিন্নমুল মানুষের জন্য বিতরণ করা হবে। আগামীতে এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে ।
বিডি প্রতিদিন/এএ