১৯ জানুয়ারি, ২০২২ ১৮:৫৬

বগুড়ার সারিয়াকান্দিতে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে নৌকার
নির্বাচনী কার্যালয়ে আগুন

বগুড়া সারিয়াকান্দিতে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। আগুনে চেয়ার টেবিল পুড়ে যায়। জানা গেছে, মঙ্গলবার রাত ৮টায় সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল উত্তর পাড়ার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সাহাম্মাত করিমের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। ঘটানাস্থল সারিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শন করে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস জানান, রাত আনুমানিক ৮টার দিকে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দৌড়ে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। তারপর তড়িঘড়ি বালতি দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।

বগুড়ার সারিয়াকান্দি সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান কবির টুটুল জানান, হিংসার বশবর্তী হয়ে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। আমি ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা পারতিত পরল গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান রুবেল জানান, আগুনে নৌকা মার্কার অফিসের চেয়ার, টেবিল, পোস্টারসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। সময়মত আমরা আগুন নিভিয়ে না ফেললে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।

বগুড়ার সারিয়াকান্দি থানার উপপুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার কথার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত লাল মিয়া বলেন, এ বিষয়ে সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাদী হয়ে থানায় অভিযোগ করেছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর