মাগুরার শ্রীপুর উপজেলায় একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। রবিবার সকালে রঞ্জু বিশ্বাস, আরিফ বিশ্বাস ও শিমুল মুন্সির নেতৃত্বে একদল গ্রামবাসী মেছো বাঘটিকে আটক করে।
রঞ্জু বিশ্বাস জানান, সকাল ১১টার দিকে তিনি মাঠে কাজ করছিল। এ সময় একটু দূরে কয়েকটি কুকুরের চিৎকার শুনতে পান তিনি। এ সময় সামনে এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাছে একটি মেছো বাঘ দেখতে পান। পরে গ্রামবাসীর সহযোগিতায় তিনি মেছো বাঘটিকে আটক করেন।
মেছো বাঘ আটকের খবর শ্রীপুর থানা পুলিশকে জানালে পুলিশ উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরকে জানায়। উপজেলা উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মিয়া মনির হোসেন প্রাণিটিকে মেছো বাঘ বলে চিহিৃত করেন। তিনি বিষয়টি জেলা প্রাণি সম্পদ বিভাগকে বিষয়টি জানিয়েছেন। জেলা প্রাণি সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মিয়া মনির হোসেন।
বিডি প্রতিদিন/এএম