বাংলাদেশ ব্রেড-বিস্কুট ও কনফেকশনানি প্রস্তুতকারক সমিতি উত্তরবঙ্গ পরিষদের বেকারি শিল্পে ব্যবহৃত কাঁচামালের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে করণীয় বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বগুড়ার একটি মোটেলে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিবিসিপিএস উত্তরবঙ্গ পরিষদের সভাপতি মাকসুদুল আলম পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিবিসিপিএস উত্তরবঙ্গ পরিষদের প্রধান উপদেষ্টা ও টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড, হোসনে আরা বেগম।
আরও বক্তব্য রাখেন বিবিসিপিএস উত্তরবঙ্গ পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সহ-সভাপতি রিয়াজ সহিদ শোভন, রংপুর সাংগঠনিক বিভাগ-২ এর সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক শামীম শেখ, রাজশাহী সাংগঠনিক বিভাগ-২ এর সাংগঠনিক সম্পাদক ডা. নাজির শামীম, বগুড়া জেলা ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেশনারি মালিক সমিতির সহ-সভাপতি বায়েজিদ শেখ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ ও সাংগঠনিক সম্পাদক সহিত ইসলাম শহিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই