বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে ‘অশ্লীল’ মন্তব্য করায় অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। এসময় কলেজ শিক্ষক পরিষদের সদস্য সচিব মো. এমদাদুল হক, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রকাশ চন্দ্র দাস, প্রভাষক জসিম উদ্দিন, বেদান্ত হালদার বক্তৃতা করেন।
প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, বিভিন্ন সময়ে অধ্যক্ষ, অন্যান্য শিক্ষক সম্পর্কে কলেজ প্রতিষ্ঠাতার ছেলে গোলাম কিবরিয়া তারিক নিকৃষ্ট ভাষায় ফেসবুকে লেখালেখি করায় কলেজের সার্বিক কার্যক্রম ব্যহত হচ্ছে।
উল্লেখ্য ফেসবুকে ‘অশ্লীল ভাষায়’ লেখালেখির প্রতিবাদে গতকাল রবিবার মানববন্ধন ও এর আগে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল