কক্সবাজারের টেকনাফ সাবরাং নুর আহমদ চেয়ারম্যান টেক এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে।
আজ সোমবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাজির পাড়ার মো. শফিকের ছেলে মো. জুয়েল (১৯), একই এলাকার মৃত জালাল আহম্মেদ এর ছেলে মো. সিরাজুল হক(২২), পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল বাশার প্রকাশ বাশেরু(৬০), একই এলাকার মৃত তাজ্জর মল্লুকের ছেলে আব্দুল করিম (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নকিবল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স সাবরাং ইউনিয়নের নুর আহমদ চেয়ারম্যান টেক এলাকার শফিকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে। এসময় চার ব্যক্তির কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার বিজ্ঞ বিচারিক হাকিম আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ