গাজীপুরের কালিয়াকৈরে বড়চালা এলাকায় তানভির আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত হলেন উপজেলার হাবিবুর এলাকায় মিজানুর রহমানের ছেলে তানভীর আহমেদ (২১)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা, উপজেলা বড়চালা এলাকায় সোমবার সকালে ফুলবাড়ী মাওনা সড়কে দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তানভীর আহমেদ নিহত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই রাকিবুল হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে তবে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ