ব্রাহ্মণবাড়িয়া রেলোয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের ১৫টি টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ধীরাজ মিয়া (৫০)। আজ সোমবার সকালে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও, ঢাকা) শওকত জামিল মহসীর নেতৃত্বে এক অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ধীরাজ পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের আসু মিয়ার ছেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার ইনচার্জ মো. জিল্লু মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারে টিকিট বিক্রি করতে থাকা ধীরাজকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ২৩টি আসনসহ ১৫টি টিকিট ও টিকিট বিক্রির আট হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। ধীরাজকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ