নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) গাইবান্ধা জেলা শাখা।
আজ সোমবার শহরের ২নং রেলগেট সংলগ্ন জাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন করে দলটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা শাহ শরীফুল ইসলাম বাবলু ও ডা. একরাম হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, নারী জোট নেত্রী দিলরুবা আলিয়া সুলতানা লিমা, জাসদ নেতা ইকবাল কবির অপু, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমু।
বক্তারা অবিলম্বে নিত্যপণ্যের মূল্য কমানোর জন্য সরকারে প্রতি জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত