মুন্সিগঞ্জ সদরের কাতলাপাড়া এলাকায় একটি নির্জন বাগান হতে মো. মোজাম্মেল (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন হাতিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা। নিহত মোজাম্মেল সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালন্দিপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি একই পৌরসভার নূরপুর এলাকায় ভাড়াবাসায় বসবাস করে আসছিলেন।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাতলাপাড়া এলাকার একটি নির্জন স্থানের তেঁতুল গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোজাম্মেলের সঙ্গে স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। তিনি কলহ কিংবা ব্যক্তিগত কারণে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হবে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ