খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সোমবার খাগড়াছড়ি শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় আওয়ামী লীগ কার্যালয়ে এসে এক সমাবেশে করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রাসাউ মারমা।
বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শাহানা ইসলামসহ ও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিএনপি-জামায়তের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা বন্ধ না করলে অচিরেই তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
বিডি প্রতিদিন/এমআই