ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি একটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। গত ৭ মার্চ শহরের গ্রীন ভিউ স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার বিকালে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে নবজাতকের স্বজনরা।
লিখিত অভিযোগ ও নবজাতকের পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর গ্রামের সাদ্দাম মিয়া ও সাবিনা ইয়াছমিন দম্পতির ঘরে একটি ছেলে সন্তান আছে। সাবিনা আবার গর্ভবতী হওয়ার পর থেকে শহরের জেল রোডস্থ ইউনাইটেড হাসপাতালের গাইনী চিকিৎসক নুসরাত জাহানের কাছে নিয়মিত চেকআপে ছিলেন। গত ৭ মার্চ বিকালে সাবিনার প্রসব ব্যাথা উঠলে তাকে তাৎক্ষণিকভাবে জেলা শহরের কুমারশীল মোড়স্থ গ্রীন ভিউ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
ওইদিন রাত সাড়ে ৯টায় হাসপাতালের গাইনী চিকিৎসক তাসনুভা সাঈদ সাবিনার সিজারিয়ান অস্ত্রোপচার করান। জন্ম হয় এক ছেলে সন্তানের। তবে নবজাতকটিকে হাসপাতালের সেবিকারা সাবিনার মা পারভিন বেগমের কাছে দিতে গেলে তিনি শিশুটির বাম হাত ফোলা দেখতে পান। এর কারণ জানতে চাইলে তারা বলেন, শিশুটির জন্মগত ত্রুটি আছে। পরদিন হাসপাতালের অর্থোপেডিকস্ চিকিৎসক আবু হামেদ বাবু নবজাতকটিকে দেখে জানান, জন্মের সময় হাত পিছনে ছিল তাই দুর্বলতা থেকে এমন হচ্ছে। এক্স-রে করার পর জানানো হয় বাম হাতের হাড় ভেঙে হাড় হয়ে গেছে।
নবজাতকের নানী পারভীন বেগম বলেন, নিয়মিত যে চিকিৎসকের চেকআপে ছিল-তিনি জানিয়েছিলেন বাচ্চা নরমাল আছে। অস্ত্রোপজারের সময় হাত ভেঙে ফেলা হয়েছে। অথচ অস্ত্রোপচার করা চিকিৎসক একবারও আর বাচ্চাটিকে দেখতে আসেনি।
অস্ত্রোপচারকারী গাইনী চিকিৎসক তাসনুভা সাঈদ অভিযোগের বিষয়ে বলেন, নবজাতকের হাত ভেঙে যায়নি। মায়ের গর্ভে তার হাত পেছনে ছিল। জন্ম হওয়ার পর তার হাত ঝুলছিল।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত