বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘সু-শাসন প্রতিষ্ঠার নিমিত্ত্বে অংশীজনের অংশগ্রহণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর ড. মো: মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর প্রশিক্ষণের উদ্বোধনকালে বলেন, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সুশৃঙ্খলভাবে কর্তব্য পালনে সচেষ্ট থাকলে এবং দৈনন্দিন কাজ সময়মতো সম্পন্ন করলে সফলতা আসবেই, সেই সাথে সচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। মনে রাখতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সু-শাসন, সুশৃঙ্খলা ও ভালো কাজের বিকল্প নাই। তিনি আরো বলেন, প্রতিটি মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে, কাজের মাঝে আনন্দ খুঁজে নিলে সকল ভালো কাজই বাস্তবায়ন সহজ হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)’র তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার, সহকারী রেজিস্ট্রার/সহকারী পরিচালক, উপ-রেজিস্ট্রার/উপ-পরিচালক এবং তদুর্ধ্ব কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন