যুদ্ধাপরাধ মামলায় আটক আবু সিদ্দিক আর নেই। তিনি শনিবার দিবাগত রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় কাশিমপুর কারাগারে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবু সিদ্দিক ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের বাতিকুড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আবুল কালাম।
রবিবার রাতে সকল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের নিকট তার লাশ হস্তান্তর করা হয়। পরে দিবাগত রাতে লাশ বাড়িতে পৌঁছে। এরপর সোমবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই