রংপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান আতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোহাঃ আবদুল ওয়াহাব ভূঞা।
মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক আসিব অহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহামান (হাবু) সহ অনান্য অতিথিবৃন্দ। দুইদিন ব্যাপী এই মেলায় ৪৮টি স্টল রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা