পাবনায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুজানগর পৌরসভার কর্মচারী আল আমিন (৩২) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আল আমিনের ভাই রজব আলী।
সোমবার দুপুরে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন সুজানগর পৌর এলাকার রাধানগর গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে ও পৌরসভার টিকাদানকারী পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রজব আলী ও আল আমিনের সাথে জমি জমা নিয়ে সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা ও তার ভাই পৌর যুবলীগের সম্পাদক জুয়েল রানার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর আগে তাদের মধ্যে মারামারির ঘটনায় মামলা হয়। সোমবার দুপুরে পাবনা আদালতে ওই মামলার শুনানি শেষে বাড়ি ফিরছিলেন আল আমিন ও রজব।
পথে সাদুল্ল্যাপুর স্কুলের সামনে তোফা ও জুয়েলের নেতৃত্বে একদল যুবক তাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আল আমিন ও রজবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মারা যান আল আমিন। আশঙ্কাজনক অবস্থায় রজব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন