বগুড়ার শেরপুরে অগ্নিকাণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পাশের আরও দুইটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রাতে শহরের বিকাল বাজার সংলগ্ন রামচন্দ্রপুর পাড়ার অশোক সরকারের মালিকানাধীন একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির মালিক অশোক সরকার পরিবারের সবাইকে নিয়ে নওগাঁয় আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। তাই বাড়িটি তালাবদ্ধ ছিল। তবে কর্মচারীরা দোকানটির কার্যক্রম চালাচ্ছিল। কিন্তু রবিবার রাত আটটার দিকে হঠাৎ ওই বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন তারা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে পানি সংকটের কারণে ওই কাজটি সাময়িক ব্যাহত হয়। সেইসঙ্গে প্রায় আধা ঘণ্টা আগুনে পুড়তে থাকে ওই ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, ওই ব্যবসাপ্রতিষ্ঠানে কসমেটিক সামগ্রী বিক্রি হতো। সেখানে আগুন লেগে পুরো দোকান দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হয়। এরপর তারা এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। স্থানীয়ভাবে পানি না পাওয়ায় বিকল্পভাবে অনেক দূর থেকে (করতোয়া নদী) পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে ওই ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির সিংহভাগ মালামাল পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/এমআই