কুড়িগ্রামের রৌমারীতে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এরপরে ধর্ষণের অভিযোগে সাদেকুল ইসলাম সাদেক (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করেন ছাত্রীর বাবা। কিন্তু এখনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বাড়িতে রান্নার জন্য ফসলি জমি থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফেরার সময় ওই ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক তার বাড়িতে তুলে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে তার বাবা পরদিনই রৌমারী থানায় সাদেককে আসামি করে মামলা দায়ের করেন।কিন্তু মামলা দায়েরের তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এম আর সাঈদ জানান, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আমরা ডিএনএ টেস্টের জন্য কুড়িগ্রামে পাঠিয়েছি। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ