বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। ঘরে থাকা একটি বিদেশি জাতের গরুও পুড়ে মারা গেছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে হোগলাপাশা গ্রামের সুরেন্দ্রনাথ শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে যায়।
ভুক্তভোগী কৃষকের দাবি, আগুনে গরু, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। গরুটি চুরি হয়ে যাওয়ার ভয়ে শিকল দিয়ে বসতঘরে বেঁধে রাখা হয়েছিল। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে শত্রুতার জের ধরে কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে গৃহকর্তা মনে করছেন।
এদিকে, সোমবার দুপুর ১২ টার দিকে মোরেলগঞ্জ সার্কেলের আতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহম্মেদ ও ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/এমআই