নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৪ শত টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইলফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়।
সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৪ মার্চ) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মিজান শেখ (৩৭), ফরিদপুরের সদরপুরের আড়িয়াল খাঁ এলাকার মৃত. কাশেম শেখ ও অপর ব্যক্তি একই এলাকার মৃত মুতা সিপাইর ছেলে শাহআলম (৩২)।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১' উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম ঢাকা মহাসড়ক হয়ে একটি ট্রাকযোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে। সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
বিডি প্রতিদিন/এএম