সাতক্ষীরা মরিচ্চাপ নদীর পাড় থেকে আলিফ হোসেন ফারহান নামে সাত বছরের এক শিশুকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা এলাকার মরিচ্চাপ নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওই শিশু চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের প্রথম পক্ষের ছেলে।
শিশুটির পিতা মঈনুদ্দীন সরদার জানান, তার প্রথম স্ত্রী শারমীন সুলতানা মারা যাওয়ার পরে ফারহান একই গ্রামে তার নানি সকিনা খাতুনের কাছে থাকত। সৎ মায়ের অত্যাচার ছেলেটাকে যেন সইতে না হয়, তার জন্য নানির কাছে রাখা হয়েছিল। ফারহানকে হত্যার উদ্দেশ্যে কে বা কারা এমনটা করলো তার সঠিক উত্তর দিতে পারেনি পিতা মঈনুদ্দীন সরদার।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, চরবালিথা গ্রামের আশিকুজ্জামান মরিচ্চাপ নদীর পাড় দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় উপুড় হয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তার শরীর চিৎ করে দিতেই তাকে চিনতে পারে। তার চোখে ধারালো কিছু দিয়ে খুচিয়ে রক্তাক্ত করা হয়েছে। আর ঠোট কেটে ক্ষত-বিক্ষত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পক্ষে অভিযোগ দিলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন