মাগুরায় নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা নোমানী ময়দানে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান।
পরে নোমানী ময়দানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অন্যান্য অতিথিরা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু’র ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল