জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ মাঠে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে বই মেলা, সুবর্ণ জয়ন্তী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিশু সমাবেশ ও র্যালি,শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল মসজিদে দোয়াসহ নানা আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল