নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।
এরপর সেখানে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ক্রিকেট খেলা, লাঠি খেলা, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সন্ধ্যায় আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটে ও আলোচনা সভার আয়োজন করে।
বিডি প্রতিদিন/এমআই