মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
আরও শ্রদ্ধা জানান পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এর পরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে পিঠা উৎসবসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিডি প্রতিদিন/এমআই