দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এসময় ওই ট্রাকের সাথে দুর্ঘটনা এড়াতে বিপরীত দিক থেকে আসা আরও একটি ট্রাক ও একটি ট্রাক্টর সড়কের পাশের দোকানের ভিতরে ঢুকে পড়ে। এতে ট্রাকের চালক ও ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়েছেন এবং ওই দোকান ৪টি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া থানার রুপসী এলাকার মোঃ নাজির আলীর ছেলে হাসু শেখ (৫২) ও ট্রাক্টর হেলপার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহেশপুর গ্রামের মৃত সুবল মুর্মুর ছেলে গোপেল (৫০) গুরুতর আহত হয়েছে। তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ওসি মো.আশ্রাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। পথিমধ্যে লক্ষীপুর নামক স্থানে ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময় বিপরীত দিক থেকে আরও একটি ট্রাক আলু বোঝাই করে নিয়ে যাচ্ছিল। এসময় দুর্ঘটনা এড়াতে ২টি ট্রাক রাস্তার পাশের পৃথক ৩টি দোকানে ঢুকে পড়ে। একই সময় আলু বোঝাই ট্রাকটির পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর রাস্তার পাশে আরেকটি দোকানে উল্টে যায়। এসময় ট্রাকের চালক ও ট্রাক্টর হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বিডি প্রতিদিন/এএ