শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে নানা কর্মসূচি করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বালন, আতশবাজি, শহরে আলোকসজ্জা ও কেক কাটা।
এছাড়া বৃহস্পতিবার বাদ আসর শরীয়তপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ, মন্দির ও গির্জাসহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং জেলা শিল্পকলা মাঠে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ