ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিত্যানন্দ বিশ্বাস (৪২) নামে এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আরো ৪ জন আহত হন। আহত আলামিন (২৬) কে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। নিহত নিত্যানন্দ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ নূর সোলেমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যবসায়ী নিত্যানন্দ ঢাকা থেকে ৮ টি মোটরসাইকেল কিনে ট্রাকে করে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে একটি ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ট্রাকের ২ চালক ও ৩ আরোহী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে খুলনায় পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন