জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন রেলপথ মন্ত্রী রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদস সদস্য মোজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পরে সেখানে বঙ্গবন্ধুসহ শহীদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে একশ পাউন্ডের কেক কাটেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে শিশুসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী’’ মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসচি গ্রহণ করেছে স্থানীয় জেলা প্রশাসন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তমঞ্চে আয়োজিত ৭ দিন ব্যাপী কর্মসূিচর মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক ভিডিও প্রদশর্নী। বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ৫০টি জাতীয় পতাকা সম্বলিত সুবর্ণজয়ন্তী র্যালি জেলার পাঁচ উপজেলা প্রদক্ষিণ, স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে ৭ দিন ব্যাপী ধারাবাহিক আলোচনা, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্য চিত্র প্রদর্শন, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিকেলে মুক্ত মঞ্চ চত্বরে আয়োজিত ‘‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার’’ প্রধান অতিথি হিসেবে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি উদ্বোধন করবেন। মেলা উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
বিডি প্রতিদিন/এএ