স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জয়পুরহাটে সপ্তাহ ব্যাপী শুরু হয়েছে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কালেক্টরেট মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ অন্যান্যরা। মেলায় ৭৯টি স্টল নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বিডি প্রতিদিন/এএ