বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
পরে মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস এবং সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা এবং বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এদিকে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ বিশ্বদিালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে ক্যাম্পাসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এএম