দীর্ঘ আট বছর পর পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও উদ্দিপনার সৃষ্টি হয়েছে। ব্যানার-ফেস্টুন ছড়িয়ে পড়েছে পুরো শহর। সম্মেলন পরিচালনার জন্য ইতিমধ্যে আটটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। আর ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনে গুরুত্বপূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পদে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি এই পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। সভাপতি পদের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানও।
এছাড়া এই পদে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান প্রার্থিতা ঘোষণা করেছেন। সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন-পৌর মেয়র জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সারওয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য নাঈমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল। এছাড়া বর্তমান সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এবারও প্রার্থী হয়েছেন।
এদিকে, প্রার্থিতা ঘোষণা না করলেও এই পদে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে প্রার্থিতা ঘোষণা করলেও তৃণমূল নেতাকর্মীরা চায় ত্যাগী নেতা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারাই নেতৃত্বে আসুক। বিরোধী দল থাকার সময়ে দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তারাই নেতৃত্বে আসুক। যারা হাইব্রিড এবং দলের মধ্যে অচেনা তারা যেন নেতৃত্বে না আসে।
জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সম্মেলন ঘিরে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কাউন্সিলররা উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি শক্তিশালী কমিটি উপহার দেবেন।
বিডি প্রতিদিন/এমআই