জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে ও ১০২ পাউন্ড কেক কেটে দিবসের সূচনা করা হয়।
পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ অন্যান্যরা। এর আগে সকাল ৮টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
বিডি প্রতিদিন/এএ