নানা কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্যাঞ্চলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জিমনেসিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য দীপংকর তালুকদার বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা প্রদর্শনীতে ১৯টি স্টলে অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।
এর আগে সকাল নয়টায় ভেদভেদীস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল